জন্ম আমার মানুষ রূপে,
আচরন ও কর্ম হবে সৎ নিষ্ঠা।
মানুষ হইল জীবের শ্রেষ্ঠ জীব,
স্বর্নাক্ষরে লিখা হোক ইতিহাসের কোন এক পৃষ্ঠা।

কতযুগ পেরিয়ে পেলাম মানব জীবন,
মূল্যায়ন কর সত্য প্রসিদ্ধ,
ভাবছি করিব আলোকিত সাগ্নিক।
জীবন কখনো রাখিও না আবদ্ধ,

সাধন কর অনিত্য একাত্ম,
সংযোজন রাখ সংরক্ষিত,
একাত্ম স্রোত ধরে রাখলে,
সময়ে হবে অনাঙ্ক্ষিত প্রতিষ্ঠিত।

জাগ্রত কর বিবেক বুদ্ধি,
মিলবে অনাবিল তৃপ্তি,
সুপ্ত প্রতিভার কর বিকাশ,
ছোঁবে একদিন না ছোঁয়ার আকাশ।