পথটা চিনি না,  
আবার ঘাটও চিনি না,
পরেছিলাম কি বিপদে,
ভুল ছিল হয়তো মোর শপথে।
চেনালে অকুল তীর  
সেখানে ছিল প্রচন্ড ভীড়,
রেখো মা আঁচল তলে,
পার হব ঠিক নিজ বলে।
খেয়াল রেখো শুধু,  
যেন না যায় ডুবে,
এই অকুল সাগরের মাঝে,
শুনতে যেন পায় তোমার নুপুর বাজে।
একটু একটু করে,  
পার হব দয়ার ভরে,
মোর যদি থাক পাশে,
নিশ্চয়ই পার হবে ভেসে।
তুমি মোর প্রান,  
তুমি মোর ঘ্রাণ,
অচেনা পথের পথিক,
চেনাতে পেরেছ রাস্তা সঠিক।
ভুলি কিভাবে অনাগত ঋন,  
ঐ দুগ্ধ পানের কথা,
আজও আমি মুগ্ধ,
পেয়েছি যে মা তোমার সানিদ্ধ।