জীবন সখি মিলে না কি করিবে মেয়ে,
এদিক ওদিক খুঁজে সে সিঁড়ি বেঁয়ে বেঁয়ে।
হঠাৎ একদিন প্রপোস করিল দাঁড়িওয়ালা ছেলে,
সুন্দর তার দেহখানি ছাড়া যায় কি নায়ক পেলে!
কদিন হল কথাবার্তা ভালোই পেল স্বাদ,
নিজের ধর্মের থাকিলেও ছেলে একেবারে বাদ।
কদিন পর শুরু হয় চাওয়া পাওয়া বড়োই অদ্ভুত,
কি আর করবে ভালবাসে কতো হার মানবে ভুত।
তার মধ্যে কত কিছুই হয়ে যায় থাকে না বাকি,
চটজলদি সব হয়ে যায় যদি দেয় ফাঁকি!
চড়িয়া মানব গাড়ি চড়ে গেল প্রেমিকের বাড়ি,
ইজ্জত নিল ভন্ড প্রেমী বাপের বাড়ি গেল ছাড়ি।
ভালো ভালোই কাটিল তাহার কয়েকটা বছর,
আরেক প্রেমী আনলো ঘরে সে বড় ইতর।
আসল খেলা শুরু হল সংসারের এখন বোঝা,
ভালবাসার নাটক শেষ পাগল আখ্যায় ধরিল ওঝা।
ওঝা বেটার খপ্পরে জীবন হয়ে গেল তেজপাতা,
ভালবাসা কোথায় আজ আর কে ধরবে ছাতা।
সৌন্দর্য আর থাকে কয়দিন ইচ্ছেটা ছিল অন্য,
দু'চারটে হলে তাহার ছেড়ে দিয়ে করিবে ধন্য।
মান গেল কুল হারলো জীবন যা ইচ্ছে তাই,
হারিয়ে সময় বুঝিল সে ফিরে আসার উপায় নাই।