লাভ মানেই এক অনন্য অনুভূতি।
লাভে হয় কারোর গতি।।
কারোর যদি হয় অতি।
তবে নাকি হয় অগ্রগতি।।
লাভ একটা সাংঘাতিক জিনিস।
একজন থাকেন ভাল অন্যজন ফিনিশ।।
তবু চায় লাভ,না থাকুক ভাব।
লাভের লাভ সবাই চাই লাভ।।
লাভ মানেই বিশাল।
লাভ হল অফিসিয়াল।।
লাভ কি চায় ফেসিয়াল!
লাভ না হলে ভবিষ্যৎ কাল।।
লাভ হল ইহকাল।
নয়ত বুঝি পরকাল।।
হয় যদি সকাল।
তবে পৌঁছাতে নয় দেরি অন্তিমকাল।।
আজ আছি কাল নেই।
লাভ আছে অজান্তেই।।
লাভের কি দরকার আছে এই সৌরভে।
তুমি ভাব একবার,ভাব নিরবে।।