কোজাগরী লক্ষি পুজা,
পুজা করা কি একদম সোজা!
লক্ষি মন্দিরেই মানাই,
ইহা সবাইকে জানাই,
নিরামিষ আমিষেই পুজা চলে,
লক্ষি ঘারে মুরগীর পায়ে ধরে মুরুব্বি বলে।
প্রতি দিন রাস্তা ঘাটে চলে লক্ষি সরস্বতী,
মঙ্গলের জন্য কেহ করে না কোন গতি,
শাসনে থাকলে চলে না,
বিবেচনাও করে না,
কত লক্ষি সরস্বতীর ইজ্জত ধূলিসাৎ,
ধাপ্পাবাজি বড়ো আলাপে বাজিমাত।
অভয়া নির্ভয়া মৌমিতার মত কত কি কান্ড,
দাঁড়াই না পাশে কেহ সবই কি পাষণ্ড!
কথা বেশি কাজ কম,
বুক থরথর নাই ধম,
সমাজ আজ লজ্জিত বলে না কেহ,
ধর্ষন খুন অপহরণ শরীর টুকরো ফ্রিজে দেহ।
নারী অত্যাচারিত নিপীড়িত অবলাজাতি,
সংসারে পুজিত লক্ষি সন্মান দেয় না অতি,
নারীরা কেন এত অবহেলিত?
নারীরা কেন আজও লাঞ্ছিত?
মায়ের জাতি ওরা শুধুই কাগজ কলমে সন্মান,
চায় না কেহ কলঙ্কের সমাজ চায় সবে পরিত্রাণ।