মাঠ গরম মন কোমল,
খেলতাম কত খেলা,
টিম বেঁধে অগ্রিম করিতাম ঘোষণা,
ভাই বন্ধু মিলে ঘুরতে যেতাম মেলা।
আজও মনে পরে সেই অতীত,
ভুলার মত নয় সেই অতীতের স্মৃতি,
বন্ধু বান্ধবি মাঝে মধ্যে দেখা হয়,
তারা আজও টানতে পারেনি ইতি।
মোরা খেলতাম কতরকমের খেলা,
ধারা বাঁধা,বৌ-ছি,কবাডি আরো কত,
সেই খেলা এখন আর দেখা মেলা ভার,
নিত্য নুতন খেলা মোবাইলে যত।
রাত পোহালে ডাকা ডাকি,
বন্ধু বান্ধব যতসব চল যাই মাঠে,
খেলাধুলা শেষে হাত মুখ ধুয়ে,
বই খাতা কলম নিয়া মন দিতাম পাঠে।
মাঠে ঘাটে খেলতে যায় না আর কেহ,
ছেলে মেয়ে,বৃদ্ধ,মোবাইল নিয়া ব্যস্ত,
খেলাধুলায় মন মানসিকতা থাকে যে ভাল,
সবকিছু ভুলে আজ মোবাইলে ন্যস্ত।