কবিতা কবির লেখা,
উদাস পানে কিছু দেখা,
মনটা ভেসে ভেসে চলে আকাশে,
লাইনটাও আসে বাতাসে।।
বৃষ্টির ফোঁটার মত পরে মনে একটা লাইন,
বুনতে বুনতে বাইন,
শব্দ গুলি কেবল গুছিয়ে রাখিবার আশায়,
মনের আবেগটা প্রকাশ ভাষায়।।
শব্দগুলি সাজাতে করেন কল্পনা,
তাহাতে অধীকতর থাকে জল্পনা,
আঁকিতে আঁকিতে আল্পনা,
কবিতা হয়ে যায় রচনা।।