রাতের আঁধারে তারাগুলো করে মিটমিট,
হঠাৎ হঠাৎ কিছু তারা ঝড়ে পরে,
মানে উল্কাপাত হয়, যেমনটা আকাশ বাজির ন্যায় নিচের দিকে চলে আসে।
জীবনে কিছু সময় আসে,
যদি ভালো মন্দ না বুঝতে পার,
তবে জীবনটা মোমবাতির মত বাতাসে নিভে যেতে পারে আবার সূর্যের মত আলো জ্বলতে পারে।
সমুদ্রে স্রোত কখনো হাল্কা আবার কখনো প্রচন্ডভাবে আসে,
যখন আসে যদি বুঝতে না পার তাহলে সমুদ্রতলায় ভাসিয়ে নিয়ে যাবে তখন কুল-কিনারাহীণ হয়ে পরবে।
জীবনটা একটা যুদ্ধ ক্ষেত্র,
প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকার নাম জীবন।জীবন যুদ্ধে জয়ী না হতে পারলে জীবনটা একদম থেমে পাথরের ন্যায় পরে থাকে।
আবার জীবন একটা স্রোত,
অনেকটা ধমকা হাওয়ার মত,
কখনো এসে থামে আবার কখনো লুকিয়ে পরে,
যখন লুকিয়ে পরে তখন জীবন যন্ত্রটা একেবারে বিকল হয়ে পরে মানে মৃত বলে ঘোষণা করে।