জীবনের ঘোড়া,
রাস্তা চওড়া,
থামেনা গতি,
সীতা সতী।
জীবনের অর্থ,
কেহ কি জানে স্বত্ব!
আজীবন নাহি বুঝি,
বিপদে পরলে সুজি।
জীবন বড় কঠোর,
অস্তিত্বের বেলা কঠিন,
বুঝেনা সুসময়,
না আসলে দুঃসময়।
জীবন খুব নির্দয়,
যদি না হয় উদয়,
নির্ঘাত স্তব্ধ,
বাক্য রুদ্ধ।
জীবন মানে যন্ত্র,
চলেনা কোন মন্ত্র,
চললে সচল,
থামলে অচল।