হিন্দু সোনাতন বলি মোদের ধর্ম,
জানি না করিতে কিছুই  কর্ম।
জাগে না বিবেক জাগে না বুদ্ধি,
মাথায় আছে মগজে নেই আছে কুবুদ্ধি।
জাগবে কবে জানি না তবে মানুষ,
বিচার আছে আচার নেই বলে অমানুষ।
আর কবে হবে বুদ্ধি সময় প্রায় শেষ,
জাগবে যখন বুদ্ধি থাকবে না কিছু বিশেষ।
সময় কম জাগ্রত কর বিবেক,
সবইতো আছে আবার নেই হইবেক।