হে কেমন স্বাধীনতা বাংলার,
জাতির জনকের মাথায় প্রস্রাব,
নারীর শাড়ি অন্তঃবাসের সাথে সেলফি,
স্বাধীনতা এনেছে বলে ফেলেছে দির্ঘশ্বাস।
হে কেমন স্বাধীনতা বাংলার,
বাড়িঘর ছাড়া মানুষ নির্ঘুমে,
অসহায় ভগবান তুমি জগন্নাথ,
এনেছে এ কি স্বাধীনতা মৌন ঘুমে।
হে কেমন স্বাধীনতা বাংলার,
জাতির জনকের গলে জুতার মালা,
গীতাঞ্জলি গ্রন্থে রক্তের প্রলেপ,
রবি ঠাকুরের মুখে মেরেছে তালা।
হে কেমন স্বাধীনতা বাংলার,
শিক্ষিত যুবক যুবতীরা করেছে লুট,
ছাড়েনি কিছুই গণভবনের যাবতীয় সরঞ্জাম,
চালাবে তারা দেশ পরে সুট বুট।
হে কেমন স্বাধীনতা বাংলার,
জ্বলছে আগুন এদিক ওদিক,
চলছে চারিদিকে হৈ-হুল্লোড় লুটপাট,
ছন্নছাড়া মানুষ জীবন ভাবছে হল কি ঠিক!
হে কেমন স্বাধীনতা বাংলার,
যারা এনেছিল স্বজন হারিয়ে স্বাধীনতা,
রক্ত চক্ষুর ভয় কাটিয়ে করেছিল যুদ্ধ,
তারাই আজ কলঙ্কিত দেশের বীরযোদ্ধা।
হে কেমন স্বাধীনতা বাংলার,
অশ্রু শিক্ত মাথা দেশ জুড়ে কারা শৃঙ্খল,
সামান্য মায়াজাল যাক না ছিড়ে,
লেলিহান দাবালন তারা না কি দেশের সম্বল,
মুক্তির পথ কোথায় হারিয়ে গেছে ভীড়ে।