কবি রবীন্দ্রনাথ মোদের প্রান,
করিব মোরা মনে প্রানে জয় গান।
কবি লিখেছেন কত কবিতা,উপন্যাস আর গান,
প্রতিটি শব্দে,লাইনে বেরোই ফুলের গ্রাণ।
ওনি মোদের পথ প্রদর্শক মুখ্য অনুগামি,
তিনি আবার বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী।
ওনি মহান কবি অনেক গুনি,
তাইতো আজ নাম জয়গান শুনি।
কবি স্থাপন করছেন স্কুল শান্তিনিকেতন,
বিনে পয়সায় মোদের করাইতে পঠনপাঠন।
কবি মোদের বিশ্বগুরু,
গানে কবিতায় পথচলা শুরু।
হে কবি গুরু পদতলে মোর সামান্য ইনাম,
একবার নয় শতকোটি প্রনাম।