সূর্য মামার চলছে প্রচন্ড তাপ,
আকাশ পরিস্কার নিলা রঙ,
মেঘ নেই হঠাৎ বৃষ্টি,
এ কেমন প্রকৃতির সৃষ্টি না কি ডং।
চারিদিকে হৈ-হুল্লোড় দমকা হাওয়া,
মেঘ নেই বৃষ্টির তোরজোর,
এ কেমন প্রভুর নিলা খেলা,
আকাশে রোদ নেই যেমন হল ভোর।
বৃষ্টির জলে নদী নালা টাবুটুবু,
নদী নয় সাগরের উৎপত্তি,
গরীবের ঘরের চাল ভাসিল জলে,
জলে ভর্তি মাঠ,ঘাট,নদী নালা, রাস্তা ঘাট প্রভৃতি।
বিধাতার নিলা খেলা বুঝা দায়,
মেঘ না চাইতেই বৃষ্টির উৎপাত,
কৃষক ভাইদের দুঃখের নাই শেষ,
ফসলাদি সব জলের নিচে কপোকাত,