প্রকৃতির নিয়মে হয় বৃষ্টি,
মাঝেমধ্যে আকাশ থাকে মেঘলা,
বৃষ্টি ভিজতে নাহি মজা,
আমি হতভাগা এখনও একেলা।
যখন ছিলাম বয়সে যৌবন,
রোজ ভাবতাম অনেক কিছু,
চুলদাড়ি সব পেঁকে গেল,
প্রকৃতি ছাড়ছেনা তবু পিছু।
হঠাৎ হঠাৎ যখন যৌবন আসে,
হয়ে যায় মন মোর পাগলপাড়া ,
অনেক কিছু চোখে ভেসে আসে,
হৃদয় ভেঙে হয় তখন ছন্ন ছাড়া ।
আছি বেশ অনেক ভালো,
একাকিত্ব মোর জীবনে,
বয়স মোর অন্তিম পর্যায়,
জড় আসুক যতই গোপনে।
তৃপ্ত হৃদয় মোর সর্গ সুখের,
কভু চিন্তা হয়না মনে,
মাঝে মধ্যে লোকের কথা,
আনমনা হইনা কিছুই শুনে।
আবেগে আর হৃদয় ভাসে না কভু,
কেবল রয়ে যায় চিন্তার ভাজ,
যতই হৃদয় আনমনা হোক,
পরিবর্তন হয় না প্রকৃতির সাজ।