আকাশ বুকে রোদ দেখে,
বৃষ্টি গেছেন ছুটি,
চাঁদ মামা রেগে গিয়ে,
ধরল বৃষ্টির ত্রুুটি।

বৃষ্টি দিদির ছুটি শেষে,
ভাসিল আকাশে,
সূর্য মামা তাপ বাড়িয়ে,
মিশিয়ে দিল বাতাসে।

চাঁদ মামার হট্ট হাসি,
বৃষ্টি গেছেন রেগে,
তুফান বৃষ্টি মিলেমিশে,
আসল প্রবল বেগে।

নদী নালা করল সমান,
বুঝল নাতো কেহ,
এদিক ওদিক ডুবিয়ে দিয়ে,  
করল বিলীন দেহ।

হাসিঠাট্টায় কেহ কাউকে,
ছোট কর না,
সুযোগ মত পরবে ধরা,
কিছুই বুঝবে না।