হাওয়ার উপর চলে ঐ গাড়ি,
লাগে না কোন পেট্রোল ডিজেল,
দু-পায়া মানুষ একখানা,
দু-চাকার সাইকেল।
বাঁধা নেই বিপত্তি নেই,
চলে একা একা,
একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে,
সবসময় করেন দেখা।
কেমন সে একখানা গাড়ি,
আজও চিনিলো না কেহ,
হাওয়া খানি চলে গেলে,
পরে থাকিবে নিথর দেহ।