যাদের তপস্যায় এলে এই সুন্দর ভুবনে,
কখনো তাদের ভুলবার চেষ্টা আনিবে না মনে।
সদা করিও সন্মান রাখিবে অবিরত মনে,
অসন্মান করিলে সুখ নাহি মিলতে পারে জীবনে।
উনারাই পিতামাতা উনারাই হলেন পরমব্রহ্ম,
উনারাই সদগুরু দিয়েছেন তুমার জন্ম।
যারাই তুমায় দেখিয়েছেন এই পৃথিবীর আলো,
তাদের সেবায় ব্রতী হইবে,থাকিবে নিরন্তর ভালো।
তুমার ব্যকুল হৃদয়ে রাখিও তাদের স্থান,
অজান্তে করিলে পাপ মিলবে পাপের পরিত্রাণ।
একেক গুরু দিয়েছে তোমায় একেক রকম শিক্ষা,
কোন গুরুই দেয়নি তুমায় কোন অপশিক্ষা।
সর্বগুরুর শ্রেষ্ঠ তুমি জানিবে পিতামাতাই,
শত জনমেও ঋন সুদি বেনা রাখিবে মাথায়।
গুরু মোদের হৃদয়ে করেছেন সু-শিক্ষা অর্পন,
মোদেরও করিতে হয় গুরু দক্ষিনা রূপে কিঞ্চিত সমর্পন।
গুরু পূর্নিমার দিনে সকল গুরুকে করিও ভক্তি,
তবেই মিলিতে পারে তুমার সকল কর্মের মুক্তি।