জীবনের শুরু,
পথ দেখিয়েছেন গুরু,
চিনেছি পথঘাট,
সোজাসাপ্টা পাঠ।
গুরুর কথা স্বীকার যে না করে,
রাস্তাঘাটে মরে,
কথটা সত্য বলিতে লাগে শরম,
মনে অহংকার গরম।
সময় থাকতে বুঝে না,
গুরুজন দেয় অগ্রিম সূচনা,
শুনিলে কপাল ভাল,
নয়ত অন্ধকার অমাবস্যার আলো।
জীবনটা মাত্র ছিল শুরু,
ঐসময় যদি মানতে গুরু,
পথ হারিয়ে বুঝলে যখন,
সঙ্গে কাউকে পাবেনা এখন।
এখন তুমি পথ ভ্রষ্ট,
তাই মনে এত কষ্ট,
বুঝেছিলে তুমি অতি,
গুরু ছাড়া হয় না যে কোন গতি।