মানুষ হল শ্রেষ্ঠ জীব,
ধর্ম হইল মানব ধর্ম,
এই হইল আসল সত্য,
সব ধর্মই মানুষের গড়া,
প্রমান করতে চায় অসত্য।
তুমি আমি বিপদ মুখি,
বলার কিছু নাই বাকি,
সত্য আজ বড়োই দুঃখী,
নজর এরিয়ে দেয় ফাঁকি।
বুঝলি না তুই দৈত্য মানুষরূপি,
অহংকার কেন করিস,
সব কিছুই রয়ে যাবে,
চালাকি করে বোকার মত মরিস্।
খ্রিস্টান হইলে কফিনে,
মুসলিম হইলে দাফনে,
হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই,
তুৃমার আর গৌরব করার কিছু নাই।