গাড়িতে চলার পথে,
একজন ছাত্র বসেছে মোর সাথে,
জিজ্ঞেস করিলাম,কোথা থেকে এসেছ,
হাঁপিয়ে বলছে নাচের ক্লাস থেকে।
নাচ শুরু কতদিন,
এই সত্তর আশি দিন,
বাহ্, নাচ শিখলে!
না না,শিখতেছি মাত্র।
কেন? আর কতদিন লাগতে পারে,
এইতো আর শতাধিক দিন মাত্র,
বাস চলে এল মোর স্টেশন,
ঠিক আছে, কাল দেখা হতে পারে।
রোজ কোন না কোন ছাত্র পাই পাশে,
সিজন ছাড়াই একটু একটু কাশে,
বুঝিনা কেন জানি সবাই এক একটা রকম,
আজও উত্তর মিলেনা তাহার কারন।
জিজ্ঞাসা করে দাদু আপনি রোজ কোথায় যান!
বললাম, আমিও রোজ শিখেতেই যাই,
বলল; কি শিখতে যান!
বললাম! ন্যায় শিক্ষা।
কিছুক্ষন পর ছাত্রটি;এটা কি রকম শিক্ষা!
উত্তর সবাই জানে তবে কেন জিজ্ঞাসা,
যে গরম বাপরে,শুধু লাগে পিপাসা,
কিছুক্ষণ পর ছাত্রের জিজ্ঞাসা; বললেন না দাদু?
কি বলব,মার যদি খাই!
তবে শিক্ষার মত শিক্ষালাভ সবাই করতে চায়।