বৈশাখী তাপাদহে,
অশান্ত মন মেজাজ,
ভাবছি বাঁচব কি!
শরীর হারাচ্ছে সতেজ।
সাংঘাতিক তাপমাত্রা,
উষ্ণ বাতাস ধুকছে শরীর,
চারদিকে হাহাকার,
রঙ বদলাচ্ছে প্রকৃতির।
প্রকৃতির ভারসাম্য,
করেছি ধাপে ধাপে নষ্ট,
হারাচ্ছে ঐতিহ্য,
এবার বুঝ গরমের কষ্ট।
সূর্য মামা করেছে রাগ,
নষ্ট হচ্ছে যতসব পরাগ,
প্রকৃতির সৃষ্ট ফলফলাদি,
পাবে না এবার থাকবে অনুরাগ।
বৃষ্টি দিদির বিয়ে,
সূর্য মামার সুপ্ত কষ্ট,
বৃষ্টি দিদির চোখে নাই পানি,
প্রকৃতিকে করে দিবে কি নষ্ট!
সূর্য মামা রাগ করিও না,
বৃষ্টি দিদি বেড়াতে আসবে,
এত সুপ্ত কষ্ট তুমার,
সব কিছু চোখের পানিতে ভাসাবে।