আশা পোষণ কর মনে,
দেখ আগে কি হয়,
চেষ্টা চালাও গভীর ভাবে,
মৃত্যু নিশ্চিত কেন ভয়।
বৃথা সব লাভ নেই কিছু,
দেখ প্রান ভরে চেষ্টা করে,
পাবে নাকো কাহাকেও সাথে,
এমনিতেও প্রতিবাদী মরে।
পূর্বপুরুষ ছেড়েছিলো ভিটেমাটি,
দেখ চেয়ে সবই ভুলে গেছে!
এখন যাবে কোথায় নেইকো মাথায়,
ভাবিতেছ সবাই মরবে থাকবে তুমি বেঁচে।
ইচ্ছেটা সবার বড়ো কিছু হবার,
সবার হয় না সাধ থাকে মনে,
ধর্মের ঢোল বাতাসে বাজায়,
ক্ষতিটা করে আপনজনে।
সময় থাকতেই ভাবতে হয়,
একটু একটু করে করনি মজবুত,
সময় শেষ ঘন্টা বাজার অপেক্ষা,
শুধু ধৈর্য্য..হবে না, একেবারে ফুড়ুৎ।