একাকিত্বে ভালই ছিলাম,
দেখা দিলে কেন!
ভালবাসার কথা দিয়ে,
চলে গেলে কেন!
রোজ রোজ উঁকি মারতে,
কথা বলার জন্য,
কথা হল দেখাও হল,
তুমার মনে ছিল অন্য।
আজ তুমি চলে গেলে,
ভাল কিছু পেয়ে,
আকাশে মেঘ জমবে,
দেখবে তুমি চেয়ে।
অন্যের হৃদয় ভেঙে চুড়ে,
থাকবে তুমি ভালো,
জানি না কত বুঝ,
যখন ঘুচবে চোখের আলো।
আজ আমি বড় দুঃখী,
তুমায় না পেয়ে,
দুঃখ দিলে মোর হৃদয়ে,
হাস তুমি চেয়ে।
রাত শেষে আলো আসে,
কত কিছুই না চোখে ভাসে,
দুঃখের দুঃখী হবে যখন,
চেয়ে দেখবে কতজনা হাসে।