বন্যায় কবলিত পশুপাখি মানুষ,
অনেক কিছু হারিয়ে হয়েছেন বেহুশ।
বন্যার ত্রান পৌঁছায়নি ঠিক সকল বাড়ি বাড়ি,
সুযোগ বুঝে অসাধু দিল মাথা চারি।
কেহ খুঁজে ধর্ম আর কেহ বুঝে কর্ম,
যারা সাহায্যের হাত বাড়িয়েছেন শিক্ষিত ভদ্র নম্র।
কেহ লুটছে ত্রান আবার কেহ নিচ্ছে অতিরিক্ত দাম,
কেহ তুলছে সেলফি আর কেহ কামাচ্ছে নাম।
মানুষরূপী জানোয়ার ধর্ম তোদের নাই,
ছদ্ম বেশি সাধুর সাজে লুটছিস যা ইচ্ছে তাই।
হায়রে ক্ষমতা সুবিধাভোগী কত যে দেখালে রঙ,
পশুপাখি মানুষ হতভম্ব তোরা করেছিস ঢং।