আশা আর নিরাশা কবে হবে দেখা,
তিনশত পঁয়ষট্টি দিন করি অপেক্ষা।
কবে আসবে  আন্তর্জাতিক কবি সন্মিলন
বছর ঘুরে একবার কবির মিলন।

মাঝে মধ্যে ভালোমন্দ হয় যোগাযোগ,
ভাল আছি ভাল থাকায় এই উপভোগ।
দেখা যদিও হয় মাত্র সামান্য ভিডিও কল,
শরীর ছটফটানি আনন্দ বাড়ে মনোবল।

আশাকরি ভাল আছেন সকল কবিগণ,
আজ মুগ্ধ এক মঞ্চে করব আলাপন।
হাসা ঠাট্টায় বার্তালাপে অনাবিল আনন্দে,
কাটবে দু'দিন ভাল-মন্দে কথামালা আর ছন্দে।

পারছিনা আর ধৈর্য ধরতে যাচ্ছেনা দিন,
কবিগণের  মিলন মঞ্চে বাজবে কবে বীন।
পূর্ণ হবে সবার আশা রইল হৃদয়ে বাসনা,
দীঘা সন্মিলনে কবিগণকে জানাই শুভকামনা।