ধর্ম হল নীতিশাস্ত্র মাত্র,
তাহা নিয়ে বারাবাড়ি কেন?
ধর্ম কি এতোটাই ঠুনকো,
বিলুপ্ত হয়ে যাবে যেন!

ধর্ম নিয়া খেলা রক্তের বন্যা,
জাতিতে জাতিতে,গোষ্ঠীতেও লড়াই  
নিস্পাপ শিশুও বাদ নাহি যায়,
এটা কি ধর্ম? শুধু করে বড়াই।

যে ধর্ম নিয়া গৌরব হওয়ার কথা,
তাহা নিয়া এতো কেন ভয়!
জোরপূর্বক ধর্মান্তরকরণ,মন্দির মসজিদ ভাঙচুর!
ইহা কখনো ধর্ম নয়।

ধর্ম নিয়া রাজনীতি ধর্ম নিয়া হিংসা বিদ্বেষ,
শিক্ষিত অশিক্ষিতের চলে দাদা গিরি,
ধার্মিক নয় ছদ্মবেশধারী অধার্মিক,
চলে অহেতুক খবরদারী।

ধর্ম জানে না আবার ধার্মিক,
ধর্মগ্রন্থের জ্ঞান নাই হয়েছে জ্ঞানী,
ধর্ম প্রচারকের ভুমিকায় সদা অবতীর্ণ ,
অধার্মিক ধর্ম ব্যাপারী হবে নিশ্চিত জানি।