আমরা স্বয়ং স্বেবক
আমাদের নেইকো কোন ভয়,
আমরা করব জয়,
আমরা স্বয়ং স্বেবক।
আমরা স্বয়ং স্বেবক
আমাদের নেই কোন চাহিদা,
নাহি মোদের কোন অহংকার
আমরা স্বয়ং স্বেবক।
আমরা স্বয়ং স্বেবক,
আমরা সবে মিলে করি কাজ
হারি জিতি নাহি লাজ,
আমরা স্বয়ং স্বেবক।
আমরা স্বয়ং স্বেবক,
আমাদের নেই কোন ইচ্ছা,
আমরা প্রান দিতে পারি স্বেচ্ছা,
আমরা স্বয়ং স্বেবক।
আমরা স্বয়ং স্বেবক
আমরা জন্মেছি এই দেশে,
এই দেশ মোদের মাতৃ ভুমি,
আমরা স্বয়ং স্বেবক।
আমরা স্বয়ং স্বেবক,
আমরা দেশেরই সৈনিক,
আমরা দেশেরি রক্ষক,
আমরা স্বয়ং স্বেবক।
আমরা স্বয়ং স্বেবক,
আমরা চাই স্বদেশ,
আমাদের নেই কোন বিদ্বেশ,
আমরা স্বয়ং স্বেবক।
আমরা স্বয়ং স্বেবক,
কভু মোদের ছিলনা ভয়,
আমরা নিশ্চিত করব জয়,
আমরা স্বয়ং স্বেবক সেবক।
আমরা স্বয়ং স্বেবক,
আমরাই পারি দেশ গড়তে,
আমরাই পারি দেশের জন্য লড়তে,
আমরা স্বয়ং স্বেবক,
আমরা স্বয়ং স্বেবক,
দেশকেই মোরা ভালবাসি,
তাইতো মোরা দেশে আছি,
আমরা স্বয়ং স্বেবক।
আমরা স্বয়ং স্বেবক,
দেশকে গৌরবময় করব,
দেশকে বিশ্বগুরু বানাবো,
আমরা স্বয়ং স্বেবক।