দানে মান বাড়ে,
মনে অহংকার কমে,
যদি মনে কিছু জমে,
ঔষধে নাহী সাড়ে।
দান মহতি কাজ,
কখনো থাকে যদি সাজ,
চোখের কোণে পড়বে ভাজ,
এরাই করিতে চান সবাকারে রাজ।
দানে কৃপনতা থাকে,
দাতা লাভ খুঁজে ফাঁকে,
দান গ্রহিতার থাকেও যদি লাভ!
মনে বাড়ে প্রচন্ড অভাব।
দান থেকে সমর্পন ভালো,
দিনের মত পরিস্কার আলো,
কৃপনতা নেই চোখ বুজে দান,
মনে খুদ নেই করেন প্রদান।
দানে রাখে প্রমান,
তাদের থাকেনা ইমান,
সমর্পনে রাখে ভাব,
পরিবর্তন হয়না দাতার স্বভাব।