পিতামাতার তপস্যা বিধাতার সৃষ্টি,
পৃথিবীতে পদার্পণ রয়েছ কোলে,
মাতৃকার কাছে আছ তুমি চিরঋণী,
শ্রেষ্ঠ জীবের অধিকারী ধর গুন মেলে।
গুণেরসাগর তুমি সূর্যরশ্মির মতো আলো,
বলবান তুমি মহাজনও তুমি,
গুণ ও প্রতিভার বিকাশ ঘটাও নাহি কোন অবকাশ,
গুণী বলেই কুলে রেখেছেন মাতৃভূমি।
সত্যিকারের মানুষ হইবার কর শপথ,
বিশ্বব্রহ্মাণ্ড তুমাতেই ন্যস্ত কর কল্যান,
অধিকার কেন অধিকারী হও,
বিশ্বজুড়ে স্থাপিত হোক প্রদেয় অম্লান।
বিশ্বকে তুমার দেওয়ার আছে বহুকিছু,
তবে তুমার গুণ ও কর্মবলে,
বিশ্বজুড়ে পূজিবে তুমায় অনন্তকাল,
ভক্তি শ্রদ্ধা ফুলে।