চৈত্রের প্রখর তাপ,
শুকনো মাঠঘাট,
গরুর দাঁতে লাগছেনা ঘাস,
তবু প্রানে বাঁচার প্রয়াস।
চৈত্রের প্রখর তাপ,
গর্তে থাকতে পারছেনা সাপ,
চলছে জীবন বাঁচানোর প্রয়াস,
নিতে ও ফেলতে পারছেনা স্বাস প্রশ্বাস।
চৈত্রের প্রখর তাপ,
এমনিতে যদি যায় কয়েক ধাপ,
বাঁচার ইচ্ছা দিয়ে ছেড়ে,
মায়ার জগৎ ছেড়ে চল আসিব আবার ফিরে।