ঘুম থেকে উঠে মোরা,
সদা মনে মনে বলি,
সারাদিন আমি যেন,
খুব ভাল করে চলি।
পিতামাতার আদেশ ,
পালন করব মোরা,
শুনলে কথা পিতামাতার,
মিলবে ফুচকা জোড়া।
ঠাকুরদাদু মশাই,
মোদের গুরুজন,
যত আছে আত্মিয় স্বজন,
সবাই আপনজন।
সত্য কথা বলা ভাল,
মিথ্যে বলা পাপ,
নিন্দা করা ভাল নয়,
দেবে অভিশাপ।
শিশু কালে করতাম খেলা,
খেলতাম বিকেল বেলা,
সন্ধ্যার আগে হাত মুখ ধুয়া,
করতাম না অবহেলা।
ভোর বেলা লেখাপড়া,
মনে থাকে ভালো,
রাত্রিতে লেখালেখি,
কমবে চোখের আলো।