কিশোর তুমি কি কর,
হাঁটু ঘিরে পড়তে বস ঘরে,
লাঠি নিয়া আসছে তেরে,
পড়াশোনা মন দিয়ে কর।
পড়াশোনায় যে ভাল,
সবাই করবে আদর,
গাছের ডালে হেলেদুলে,
নাচছে দুই বানর।
নিম গাছে টিয়া পাখি,
ডাঙায় থাকে বাঘ,
জলে থাকে হরেক মাছ,
আকাশে উঠে চাঁদ।
রামভক্ত হনুমান,
বড়ই চালাক চতুর,
লেজে আগুন দিয়ে দিয়েছে,
পুড়ল ঘরের চাল।
রাজামশাই রাজমশাই
সেনাপতি আজ কোথায়,
সেনাপতি যে ঘুমের ঘরে,
সব নিয়ে গেল চুরে।