টিকটক রিমজিম,
বাজে নুপুর পায়,
টকজাল চকলেট,
জিহ্বায় জল এসে যায়।
দাদু দাদু পায়রাগুলি,
ডাকে বাক-বাকুম,
চড়ুইপাখি করে কিচিরমিচির,
ডাকে ভোর বেলায়।
ঠাকুর দাদুর লাঠিখানা,
দেখতে টেরা বাঁকা,
লাঠি খানা সরিয়ে নিলে,
দাদু চলে আঁকা বাঁকা ।
দাদুর হাতের লাঠি খানা,
দেখতে লাগে ভয়,
বাবা কাকা খেত লাঠি পেটা,
এখনও তারা কয়।
দুষ্টুমি কর যেমন তেমন,
পড়াশোনা কর ভাল,
সবে তোমায় আদর দেবে,
বলবে বেরি গুড বয়।
খোকন তুমি শুনে যাও,
দুষ্টুমি কর কেন?
পড়াশোনায় মন দাও,
আদর দেবে সবাই।