চটপট হৃদয়ে দেখে আয়না,
সবসময় সে করে বায়না।
এটা ওটা রোজকার চাহিদা,
ঝিমঝিম মাথা;যোগান কি মুখের কথা!
ঝনঝন শব্দে টলমল প্রান,
নিশ্বাস বন্ধ চলে যায় জান।
হুরমুর আওয়াজ চলছে ভাংচুর,
বস্তু ভান্ডার হচ্ছে চুরমাচুর।
উপায়ান্তর ডিগবাজি খায় মন,
নাহি কানাকড়ি,বুঝে না সেইজন।
দুর্বার গতি ধুন্ধুমার জীবন,
করছে না কাজ বৈদিক সঞ্জিবন।
সামলাতে পারছেনা হট্ট পরিস্থিতি,
গন্ডগোল দৈনিক ভ্রষ্ট নীতি।
টলমল জীবন হৃদয় ভারাক্রান্ত,
অটুট মন্থন দিন হয় অতিক্রান্ত।
শুনশান হৃদয় ঠেকাতে পরিস্থিতি,
সম্ভব কি হবে ফেরাতে স্থিতি।
মনচোরার কামালে হয় বাজিমাৎ,
বিপদ মুখি হৃদয় ধূলিসাৎ।
সংসারে প্রায়ই চলে বজ্রপাত,
ঠিক থাকলেও নানাহ অজুহাত।
বিধ্বংসী নীতি কি করে সই,
সংসার রনকৌশলে পাচ্ছি ভয়।
চারদিকে চাহিদার বাজছে ডঙ্কা,
প্রানে ভয় বাড়ছে কঠোর আশঙ্কা।
পুরুষ মানুষ নয়কো এটিএম যন্ত্র,
রাশিরাশি অর্থ যোগান সম্ভব;দিয়ে কি মন্ত্র!
তবু আশা জাগিয়ে নিরন্তর পোষন,
অবিরত চেষ্টা পর্যাপ্ত যোগান।
পরিবার সন্তান সন্ততি সুখিন ভব,
আমরন চেষ্টা করে ধুমধাম তব।