খাঁচায় প্রাণ আছে,
একদিন সে চলেও যাবে,
পরে থাকবে নিথর খাঁচা,
সারাজীবনের কর্ম টুকু রবে।
বুঝি না মোরা থাকিতে প্রাণ,
কর্ম কি আছে জানি না মোদের,
মেতে উঠি লোভ লালসায়,
আসল ছেড়ে পেছনে দৌড়াই সুদের।
মনে মনে ভাব শুধু তুমি তুমাতে,
আসিয়াছিলে কেন এই ভুবনে,
ভাবিতে থাক পা রেখেছিলে কেন মাতৃভুমিতে,
কখনো মনে পরে!কি ভেবেছিলে শয়নে।
লোভ লালসা থাকিলে মনে,
ছেড়ে দাও অনতিবিলম্বে,
ফিরে তাকিয়ো না আর পেছন পানে,
সময় আছে শক্ত মনে তাকাও অবিলম্বে।
থাকিতে প্রানের গতি বাড়াও উদ্দীপনা,
ভাব রেখে গেছ কি আর কি নিয়ে যাবে!
অধর্ম ঠেকাতে পারিলে ধর্মটাই রবে,
মুক্তির পথ নিশ্চয়ই পাবে মনে রেখো উত্তেজনা।
কি আছে মোর,ভাব সবইতো তাহার,
দেবার যদি হয় করিতে হবে সাধন,
উপাসনা করিলে হয় প্রানের মিলন,
সিদ্ধবিহীন সাধন সবইতো বাহার।
জীবন মোদের করিতে হবে সার্থক,
সন্মান কর জীবেই ব্রহ্ম,
জীবকে তুমি সেবা দিলে হবে না নিরর্থক
জীব মোদের পরমব্রহ্ম পালন কর ব্রহ্মচর্য্য।