ইচ্ছে হল করিতে ভ্রমণ,
সাথে আদরের ছোট ভাই রমন।
সে একটা দুষ্টু ছেলে,
হঠাৎ করে উদ্দেশ্য বদলে ফেলে।
কখনো এখানে আবার কখনো ঐখানে,
বুঝতে পারিনা কি আছে তার মনে।
যাই হোক মাঝে মধ্যে স্থির করে মন,
গরমে অস্থির কুলার কেনার করেছে পন।
রওনা হই ভুপাল রোড কুলার,
কুলার কিনল ব্রান্ড পপুলার।
চলতে চলতে গেলাম সাইবাবার মন্দির,
ইচ্ছে হল তাহার পুজা দেবে শনির।
বড় বেয়াদবি তার আজব চিন্তা,
উপায় নেই কেমনে করি তার নিন্দা।
বায়না ধরিল রাম মন্দির করিবে দর্শন,
চলছে অভিরাম বৃষ্টি বর্ষন।
কাঁটলাম টিকিট ধরলাম ট্রেন,
তার কথা শুনলে কাজ করেনা ব্রেইন।
ট্রেনে টিটিকে বারবার প্রশ্ন,
উত্তর প্রদেশ এখন কেন উষ্ণ।
এই পাগলতো আর সেই পাগল নয়,
কাছে না থাকিলে লাগে মনে ভয়।
পৌঁছালাম রাম মন্দির অযোধ্যা,
পুজারিকে প্রশ্ন!কে মন্দিরের উদ্যোগক্তা?
জেনা রাখা বেশ ভালো,
না জানা পুজারির মন হল কালো।
কোনমতে শেষ করিলাম ভ্রমন,
আর ইচ্ছে নেই থাকে যদি রমন।