বিশ্বাস নিয়ে আছি বলে,
দেহে শ্বাস প্রশ্বাস চলে।
তুই কি ভেবেছিস;আমি নেই!
আমাতে আমি আছি,তবে সেই।
ছিল মোর কত আশা হৃদয় পাঁজরে,
কেড়ে নিলি সবকিছুই,বুকে ধাক্কা দিলি স্বজোড়ে।
আপন ভেবে করলাম ভুল,কাঁদি গোপনে,
আশা নিয়ে বেঁচে আছি,তবে সোপানে।
বিশ্বাস আজ কাহাকে করি,বড় ভয় হয়,
আপন যাকে মনে করেছি,সে-তো আপন নয়।
বিশ্বাস নিয়েই বেঁচে আছি,আরো থাকিব!
কাউকে কখনো বিপদে ফেলে নাহি ভাগিব।
বিশ্বাস আজ না বিশ্বাস তুই মুলে,
মোর আজ সর্বনাশ মানুষ চেনার ভুলে।