জীবন মোর ধাপে ধাপে করিতেছে অতিক্রম,
কখনো ছিল না তাহার কোন ব্যতিক্রম,
চলবে অনাদি অনন্তকাল কার্যক্রম,
যতই থাক না অনাবিল উপক্রম।
তুমি আছ বলেই আছে মোর সেই বিশ্বাস,
জানি তুমি মোরে করবেনা অবিশ্বাস,
হাত ধরিয়া রাখিবে তুমি থাকবেনা কোন শর্ত,
জানি আমি যেটা সেটাই চিরন্তন সত্য।
জানি তুমি করিবেনা মোদের নেওয়া শর্ত ভঙ্গ,
কথাছিল সারাটি জীবন দেবে মোর সাথে সঙ্গ,
আজও পৃথিবীতে আছি যে কারনে,
কখনো বৃথা হইতে পারেনা কোন অকারণে,
কেন তুমি ঐদিন দিয়েছিলে মোর প্রানে আঘাত,
কি ছিল মোর দোষ বেঁধে ছিলে সংঘাত,
ভুলে গেছি আমি ভুলে যাও তুমি যত মান অভিমান,
আজ আমরা করিব পন যতসব নিরভিমান।
মোদের ভালবাসার রাখিলাম এই প্রতিক,
ইহা চলবে নিরন্তর গতানুগতিক,
ভুলিয়া যাব মোদের দুঃখভরা অবসাদ,
চিরসুখী কামনায় চল ফিরিয়া যাই প্রাসাদ।