বৈচিত্র্যময় দুনিয়ায়,
ভিন্ন ভিন্ন ভাষা,
সবাই মোরা ভাল থাকিব,
রাখি মনে আশা।

কেহ বলে হিন্দি,কেহ বলে ইংরেজি,
সংস্কৃত হল সব ভাষার মূল,
বেদ হতে অক্ষরের উৎপত্তি,
বলেছে গুনিজন,তাহা কি ভুল!

জানিনা অনেক কিছু,
জানতে ইচ্ছে করে,
সঠিক কি বলেছি ভাই,
শিখেছি গুরু ধরে।

বাংলা মোদের মাতৃ ভাষা,
তাইতো মোরা শুনি,
হিন্দি মোদের রাষ্ট্র ভাষা,
মোরা সবাই জানি।

ভাষা নিয়া লড়াই সংগ্রাম,
করেছে হরেকরকম জাত,
লড়াই ময়দানে হয়েছে কত বলি,
মোদের সব জ্ঞাত।  

জাতিতে লড়াই,ভাষার লড়াই,
দেশের হয় মন্দ,
বাঁচব মোরা এক সাথে কিসের বাহাদুরি,
আর নয় ধন্ধ,করব মোরা বন্ধ।