ভালবাসা যেমন চাইনা কোম্পানি,
আমদানি হরেক দেশ,
দাম একদম অর্ডিনারী,
যিনি নিয়েছে সে শেষ।
ভালবাসা আজকাল অর্ডিনারী,
যেমনটা পিচকারী,
অল্পতেই হয় শেষ,
যে পেয়েছে একদম বিশেষ।
ভালবাসা ফুচকার মত,
যার ভাল লাগে খায় অবিরত,
লাইন ধরতে হয় লম্বা,
একদম ঐশ্বরিয়া রম্বা।
ভালবাসা একপ্রকার তেঁতুল,
কিছু মিস্টি কিছু টক,
যে না ধরতে পায়,
পাগলের মত করে বকবক।
ভালবাসা আর নেই ভালবাসা,
প্রায়ই শুনি সর্বনাশা,
করে থাকে অনেক আশা,
সর্বহারা হয়ে ঘরে বাঁধে বাসা।