ভবের বাজার আসা যাওয়া,
ইহা নয়কো আসল পাওয়া,
বুঝতে হবে আসা যাওয়ার কারন,
মানব রূপে ফিরতে পার নাহি কোন বারন।
এসেছি ভবে আবার আসব কবে,
নাহি জানি ধরাধামে কি'বা রবে,
রেখে যেতে চায় এমন স্মৃতি,
কখনো তাহার না ঘটে ইতি।
মানব জীবন অমূল্য রতন,
কেহ কি জানে করিতে যতন!
বুঝবে সেদিন চলবে না দেহ,
মিলবে ফল বিফলে যাবে না কেহ।
সত্য সাধন কর;হে মানব,
জন্ম হয়নি কাহারো রূপে দানব,
আচরণে হও সত্য শ্রেষ্ঠ সুমহান,
ভবে এসেছ মানবরূপে বড় ভাগ্যবান।
দেহে থাকতে স্বচ্ছল রক্ত বিন্দু,
পাড়ি দিতে পার তিব্বতে উৎপত্তি নদী সিন্ধু,
পারিবে সদা কর হৃদয়ে পন,
করেছে চেষ্টা বিফলে গেছে কজন।
একাত্মতায় কর সত্য সাধন,
এই কথাটা বুঝে!জানি না কয়জন,
অসুর বুঝলেও হতে পারে ধন্য,
ফসল ভালো হলে হইবে নিশ্চিত নবান্ন।