লঙ্কার রাবণ পেয়েছিল আমৃত্যু বর।
অসুর রাজ মহিষাসুর পেয়েছিল আমৃত্যু বর।।
পিতামহ ভীস্ম পেয়েছিলেন ইচ্ছা মৃত্যু বর।
আমি অধম এখনো রয়ে গেলাম যাযাবর।।
পিতামাতা মেয়ের জন্য খোঁজে ভাল বর।
মেয়েরাও নিজের জন্য খোঁজে চাকুরীজীবি,ব্যবসায়ী বর।।
পানের চাষীরাও চাষ করে পানের বর।
আমি অধম এখনো রয়ে গেলাম যাযাবর।।