বৃষ্টির জলে হয় বন্যার সৃষ্টি,
রেখেছেন কি ঠিক ঈশ্বর দৃষ্টি!
জলে মানুষ ছন্নছাড়া প্লাবিত ঘর বাড়ি,
পশুপাখিও বাসা দিয়েছেন ছাড়ি।
দুঃখ কষ্টে ভরা প্রাণী জগৎ,
পাইনি আহার টাকা দিয়েও নগদ।
খাবার-দাবার সবকিছুই হয়েছে সংকট,
আরো যে হবে সংকট তাহা প্রকট।
প্রাণী জগৎ কবে ফিরবে আপন নীড়ে,
বলা মুশকিল মেঘ বৃষ্টি রয়েছেন তেড়ে।
নানাবিধ ফসল জমি হয়েছে নষ্ট,
আহার্য সামগ্রী সবই হয়েছে ধংস।
কতশত প্রান চলে গেছে প্রকৃতির বন্যার জলে,
সাধ্যের বাহিরে জলের অতলতলে।
কেহ হারিয়েছে আপনজন কেহ স্বজন,
কেহ হারিয়েছে নীড় কেহ পাইনি ভোজন ।
অনাহারে অর্ধাহারে কাটাচ্ছে দিন,
আদৌও কি ফিরবে কভু তাহাদের সুদিন।
সরকার,সমাজসেবক বাড়িয়েছেন হাত,
কিছু আছেন স্বার্থপর দেখাচ্ছেন অজুহাত।