কখনো মনে রাখি না দিন যাচ্ছে,
কখনো ভাবিও না কে কি খাচ্ছে,
রোজ আসে নতুন সকাল,
সবাই জানে থাকবে না কেহ চিরকাল।
একেক দিন করি মোরা পার,
গেল দিন আসবে না আর,
স্মৃতিগুলি থাকবে পড়ে,
বসন্ত আসলেই পাতা ঝড়ে।
আসছে দিন হবে নুতন সূর্যোদয়,
সুস্থ সবল ভাল থাকুক সবার হৃদয়,
রাত পোহালেই গায়ে লাগবে নতুন বছরের আলো
বছরের প্রত্যেকটা দিন যেন কাটে সবার ভাল।
গেল বছর আসবেনা বার বার,
বছরের পর বছর মোরা করি পার,
আসছে আরেক নতুন বর্ষ
সকলকে জানাই বাংলা শুভ নববর্ষ