কখনো ভাবতেও পারিনি এবং কখনো কবিদের সাথে দেখা হবে এমনকি কবিদের সঙ্গে এমন ভাবে মিলিত হব আমার ভাবতেও অবাক লাগে।একমাত্র ভারতীয় অমায়িক কবি পরিতোষ ভৌমিক মহাশয়ের কৃপায় আমার বাংলা কবিতা ডট কম-এর কবি সন্মিলন ২০২৪-এ উপস্থিত হতে পেরে আমি ধন্য।বাংলা কবিতা ডট কমের কবিগনের সংস্পর্শে আমার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে।উক্ত বিকাশকে কাজে লাগিয়ে আমি আমার প্রথম কবিতা লিখি এবং কবিতার নামকরন করি "বাংলা কবিতা"।
আমি নিজেকে অতি সোভাগ্যবান মনে করি তৎসঙ্গে বাংলাদেশের কবিগন কে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার।যে কবিগন ভারতীয়দের রিসিভ, হোটেল প্রবেশ,কবি সন্মিলনে যোগদান,অতিথি আপ্যায়ন,ভ্রমন সহ ভারতে ফিরে আসা পর্যন্ত সাহায্য করেছেন উনাদেরকে জানাই 🙏।আমরা খুব আপ্লুত এবং যা সন্মান পেয়েছি আশাতীত। উনাদের সানিধ্য লাভে আমার মানসিকতারও পরিবর্তন ঘটে এবং কবিতা লেখার প্রতি আগ্রহ প্রকাশ পায়।আমি কবি নই,তাই আমার লেখাতে ভুল ত্রুটি থাকিলে মার্জনা করিবেন।
আমি একজন খুব সাধারন মানুষ এবং আমার পিতা একজন (ভারতীয় আসাম রাইফেলস) সৈনিক ছিলেন।আমার পিতা চিনের সঙ্গে যুদ্ধ,বাংলাদেশকে স্বাধীন দেশ করার লক্ষে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করিয়া ছিলেন এবং ভারতীয় মানুষকে রক্ষা করার জন্য আপ্রান চেষ্টা ও ছোটখাটো যুদ্ধ করিয়াছিলেন।আমার পিতার সামন্য পরিচয় না দিয়ে আমার পরিচয় দেওয়া অসম্ভব।আমার নাম মরন ঋষি দাস,পিতা -ঁযতীন্দ্র ঋষি দাস।