প্রিয় বন্ধু আমার নাম তার গোপাল।
চলে গেছে অনেক আগে বহিঃ রাজ্যের ভুপাল।।
বন্ধুর স্মৃতি গুলো আজও মনে পরে।
পাইনা আর খোঁজে,প্রান বন্ধু তরে।।
জানিস না বন্ধু তুই করতাম তরে আদর।
বন্ধু বান্ধব সবে বলত তুই আস্ত বাঁদর।।
স্কুলে না আসিলে তুই,কষ্ট হত সবার।
তুই বন্ধু দুষ্ট হলেও ক্লাসে ছিলি টপার।।
ছেলেমেয়ে আমরা সবে করতাম কত খেলা।
গাছের লিচু নিয়ে বন্ধু,আসতে বিকেল বেলা।।
স্কুল শিক্ষকেরা কত যে ভালবাসত তরে।
তুর কথা মনে হলে,চোখের জল ঝড়ে।।
তুই বন্ধু এত পাষান,থাকিস যে কোথায়।
অনেকবার খুঁজতে গেছি,পাইনি সেথায়।।
নাহি জানি ঠিকানা,কোথায় বল পাই।
ভুপাল কত গিয়েছি বন্ধু, ঘুরে ঘুরে চাই।।
বন্ধু তুই ভাল থাকিস,করি মনে আশা।
আমি বন্ধু এখনো রয়ে গেলাম,সেই গরীর চাষা।।