ভুলে যাও ভারতীয় যত বাংলা কবি,
ভুলে যাও ঈশ্বর চন্দ্রের স্বরবর্ন ব্যঞ্জনবর্ন,
ভুলে যাও বিশ্বকবির জাতীয় সঙ্গিত গান কবিতা,
ভুলে যাও শিব নারায়ণের জাতীয় পতাকা,
ভুলে যাও জাতীয় কবি কাজী নজরুলকে,
ভুলে যাও বাংলা বার মাসের নাম,
ভুলে যাও বাংলা সাতটি বারের নাম,
ভুলে যাও ভারতীয় গৌড়ীয় প্রাকৃত বাংলা ভাষা,
ভুলে যাও ভারতীয় সংস্কার  সংস্কৃতি,
ভুলে যাও গীরিশ চন্দ্র সেনের পূর্নাঙ্গ বাংলা কোরান,
ভুলে যাও বাংলাদেশ নামে কোন দেশ ছিল,
নাহি পারিবে ভুলিতে বাংলা ভাষা,
নাহি পারিবে বদলাতে চরিত্র আদব কায়দা,
নাহি পারিবে ভুলিতে হিংসা নিন্দা,
নাহি পারিবে দিতে সংস্কার সু-শিক্ষা গুরুর সন্মান,
শুধু পারিবে সোনাতনির পুজিত মূর্তি ভাঙতে,
শুধু পারিবে সোনাতনির বাড়িঘর ভাঙতে,
শুধু পারিবে সোনাতনির মন্দির ভাঙতে,
শুধু পারিবে জোরপূর্বক ধর্মচ্যুত করাতে,
শুধু পারিবে সোনাতনির মা-বোনের ইজ্জত লুটতে,
শুধু পারিবে সোনাতন মানুষকে খুন হত্যা করিতে,
শুধু পারিবে লোকদেখানো মন্দিরের পাহারাদার হতে,
শুধু পারিবে ধর্মের দোহাই দিয়ে হানাহানি করিতে,
শুধু পারিবে অশিক্ষিতের বংশবিস্তার করিতে,

সর্বশেষ নাহি পারবে গড়তে,
নাহি পারিবে সৃষ্টি ধ্বংস করিতে,
কিছুই করার মুরোদ থাকবেনা,
শুধু মানসিকতা বদলান সব ঠিক হয়ে যাবে।