প্রকৃতির কি অপরূপ খেলা,
জমে ছিল মাত্র বৈশাখী মেলা।
আকাশ নাহি ছিল মেঘলা,
হঠাৎ করে দেখাল খেলা বৃষ্টি একেলা।
চারিদিকে মানুষের ছুটাছুটি শুরু,
এটাই কি ছিল ভেলকি বল গুরু।
বিদ্যুৎ নেই করিতে লাগিল হৈচৈ,
মিষ্টি শিরা ফেলে ভাগিল পিপড়া আর মই।
হৈ-হুল্লোড় ছুটাছুটি মেলা পন্ড,
দোকানপাঠ জনসাধারণ একেবারে লণ্ডভণ্ড।
বৃষ্টিতে রাস্তা জলে থৈথৈ,
বন্ধু বান্ধব তারা জানি কৈ!
দোকান পাঠ শুরু করিতে বন্ধ,
আলো নেই পথ খুজে পাইনা হয়েছে বাকরুদ্ধ।
একে একে ভর্তি হল আবার মেলা প্রাঙ্গন,
গান বাজনা,শিশুদের ছিল প্রতিযোগিতা ছবি অঙ্কন।
পুঃনবার শুরু মেলা মনে নেই দুঃখ কষ্ট,
বৃষ্টি একাই চেয়েছিল মেলা করিতে নষ্ট।
সবার ভালই কাটলো মেলা বৃষ্টির ঠান্ডা পরিবেশে,
হৈচৈ জমজমাট আনন্দে মাতোয়ারা হল অবশেষে।