আজ যে আমি বড় অসহায়,
ঈশ্বর কি মোর পাশে নাই!
কি পাপ করিয়াছিলাম হে প্রভু
পাশে কি থাকিবেন না কভু।
সাতটি বছর দিয়াছিলাম শ্রম,
ইহা কি আসলেই ছিল মোর ভ্রম!
ভাবিনি আমি করিবেন অবহেলা,
এটা কি ছিল প্রভু তুমার ঈশ্বরীয় খেলা।
আবার আমি করিব চেষ্টা,
কভু নাহি বিফল হবে মোর ইচ্ছা।
আমি কখনো কৃপণতা করিনি দিতে ফুল,
নিশ্চয় ক্ষমা করিবেন যদি থাকে কোন ভুল।