আসছে ভোট,একেকজন মহাশয় দেবেন পাঠ।
মালিকের কস্ট,বন্ধ থাকবে দোকান পাট।।
দেবেন সুরসুরি উড়বে পাখির জাক্।
মনে কস্ট থাকবে,হবেন প্রচন্ড রাগ।।
ভোট আসছে ভোট যাবে,
গরিব বেকারত্ব বাড়ছে,কি খাবে!
দেশে আছে বৈজ্ঞানিক ইন্জিনিয়ার,নেই সম প্রযুক্তি।
বাবুরা সবসময় করে থাকেন উক্তি।।
করবেন আলোচনা করিবে পর্যালোচনা।
ইহাতে থাকবে না কোন মানা যদি থাকে জানা।।
অফিস আদালতে স্টাফ নেই, নেই ভাল জনতা।
দয়া করে দেখবেন তাদের কত ক্ষমতা।।
যেতে আসতে কত রকম ঘুষ।
দেখেনা কেহ,কাকে দেবে দোষ।।
গরিব থেকে মহা গরিব তাদের নেই কোন কাম।
ভোট আসলে বেড়ে যায় তাদের কত দাম।।
হাতে ধরে পায়ে ধরে দেবেন মোরে ভোট,
ভোট শেষে তারা পেয়ে থাকেন সাংঘাতিক চোট।
পেটে সুরসুরি দিচ্ছে ডাক।
গরীব দুঃখি, বেকার মরবে থাকবে কায়দার ফাঁক।।
এই যদি হয় করব না ভয়।
মোরা ভোট দেব,কাহারো স্বার্থে নয়।।
গরীব দুঃখি,বেকারের যদি থাকে চিন্তা।
অবশ্যই কোম্পানি হবে, হবে কলকারখানা তবেই থাকবে না কোন নিন্দা।।
গরীব দুঃখি,বেকার বাঁচবে আরো বাঁচবে প্রান,
ফুলে গন্ধ না থাকিলেও বেরুবে গ্রান।
স্কুল আছে কলেজ আছে আরো কলেজ হবে, তবে নেই কোন শিক্ষা।
সার্টিফিকেট পুঁজি পাবেনা তাহারা কোন ধরনের ভিক্ষা।।
নেতা হবেন মন্ত্রি হবেন সামলাবেন দপ্তর।
শিক্ষা নেই দিক্ষা নেই কিভাবে হবেন কট্টর।।
কুল নেই মোদের গুরুকুল বন্ধ।
চোখ আছে আমাদের,তবু কালা অন্ধ।।
এইভাবে কি চলবে আর কতকাল।
মানব জীবন অনিত্য থাকবে না চিরকাল।।
আমি চাই,সবাই চায় দেশের অগ্রগতি,
ভোট দেব আমরা যদি হয় গতি।
জন্মেছি যেই দেশে,সেই দেশ আমার মাতৃভুমি।
যতই কর বাহানা ছলচাতুরী তুমি।।
যে মাটিতে আমার কেটেছে কাল।
প্রান গেলে যাক ভাবি না আমি কিভাবে যাবে ইহকাল।।
ধর্ম আমার মানব ধর্ম,কর্ম করে যায়,
যেথা খুশি সেথা যাই,সুখ যেন তাতেই পাই।
আমি চাই স্বদেশ,নাই মোর বিদ্বেষ,
সুপ্ত মন জাগাইলে দেশের শত্রু শেষ।
দেশ আমার হোক গৌরবময় বিশ্বগুরু,
নেতার যেইখানে শেষ মোর হয় শুরু।
ভোট আসছে ভোট যাবে খেলা হবে ময়দানে,
তুমি বন্ধু শত্রুতা করিলে যাবে কোনখানে।